Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আরো ৬টি ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৬:৪০ পিএম

চট্টগ্রামে আরও ছয়টি ইটের ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, চট্টগ্রামের লোহাগাড়া ও চন্দনাইশ এলাকায় অবৈধ এসব ইটের ভাটা উচ্ছেদ করা হয়। এসব ইটের ভাটার চিমনী ও কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।

লোহাগাড়া উপজেলার পদুয়ার শাহ জব্বারিয়া ব্রিকস, এ এইচ ব্রিকস, পদুয়া ব্রিকস এবং চন্দনাইশের কাঞ্চননগরে আয়াজ ব্রিকস ও খাজা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাটহাজারী থানায় সাতটি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ