বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরও ছয়টি ইটের ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, চট্টগ্রামের লোহাগাড়া ও চন্দনাইশ এলাকায় অবৈধ এসব ইটের ভাটা উচ্ছেদ করা হয়। এসব ইটের ভাটার চিমনী ও কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।
লোহাগাড়া উপজেলার পদুয়ার শাহ জব্বারিয়া ব্রিকস, এ এইচ ব্রিকস, পদুয়া ব্রিকস এবং চন্দনাইশের কাঞ্চননগরে আয়াজ ব্রিকস ও খাজা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাটহাজারী থানায় সাতটি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।