Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘মানসম্পন্ন গরুর গোশতের’ প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত ভারতের বিভিন্ন প্রদেশেই গরুর গোশতের ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে দলটির এক প্রার্থী ঘোষণা করেছেন, নির্বাচিত হলে তিনি মুসলমানদের জন্য ‘মানসম্পন্ন গরুর গোশত’ সরবরাহের ব্যবস্থা করবেন। কেরালার মুসলিম অধ্যুষিত মালাপুরামে সম্প্রতি এক নির্বাচনী সভায় বিজেপি প্রার্থী এন শ্রীপ্রকাশ বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় মানসম্পন্ন গরুর গোশত ও আদর্শ কসাইখানা নিশ্চিত করবো। কেরালায় কখনোই গরুর গোশতে নিষেধাজ্ঞা ছিল না, সুতরাং তার (নিষেধাজ্ঞার) কোনো প্রশ্নই আসে না। আমার প্রতিপক্ষ গরুর গোশতের নিশেধাজ্ঞার কথা বলে আমার দলকে খারাপভাবে উপস্থাপন করতে চাচ্ছেন।’ এন শ্রীপ্রকাশ ২০১৭ সালেও একই ধরনের মন্তব্য করে তুমুল আলোচনার সৃষ্টি করেন। গরুর গোশত ভারতের বেশির ভাগ প্রদেশে নিষিদ্ধ হলেও কেরালা, পশ্চিমবঙ্গ, অরুনাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা ও সিকিমে গরুর গোশত খাওয়ার আইনগত বৈধতা রয়েছে। মালাপুরামের নির্বাচনে মুসলিম লীগের পিআর কুনাহালিকুট্টি, সিপিএমের এমবি ফয়সাল ও বিজেপির শ্রীপ্রকাশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। মুসলিম মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ