গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সবাইকে বলেন, সবার আগে দেশের ইমেজকে মনে রাখতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় সিলেটের গোলাম সরোয়ারকে হাইকোর্টের দেয়া জামিন রোববার মেডিকেল গ্রাউন্ডে বহাল রাখেন আপিল বিভাগ। এসময় প্রধান বিচারপতি বলেন, সতর্ক করে দিলাম।
আর এ রকম হলে আমরা জামিন বিবেচনা করব না বলেও জানান তিনি। প্রধান বিচারপতি আসামি পক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, শিক্ষিত মানুষ কিভাবে এগুলো লেখে? আমেরিকায়ও তো মানুষ ‘স্যাটায়ার’ করে। কিন্তু আমাদের এখানের মত এত কুরুচিপূর্ণ কথা লেখে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।