Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতার প্রার্থী রিক্সা চালান, সাহিত্য চর্চাও করেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১১:৪৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় যত গণিয়ে আসছে ততই চমকের পর চমক দেখাচ্ছেন বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাহসের সঙ্গে পথ পাড়ি দিতে চান। আর তাই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক ও অজনপ্রিয় নেতাদের হটিয়ে দিয়েছেন।
প্রার্থী তালিকায় আছেন রিক্সা চালকও। রিক্সা টানেন মনোরঞ্জন ব্যাপারী। একসময় ক্ষুন্নিবৃত্তি মেটাতে ডোমের কাজ করেছেন। রাঁধুনির কাজ নিয়েছেন, মাটি কুপিয়েছেন। বলাগড় বিধানসভা কেন্দ্রে দলিত সাহিত্য একাডেমির সভাপতিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চমক। প্রচারে আলো যখন সবটুকু শুষে নিচ্ছেন সোহম, সায়ন্তিকা, কাঞ্চন, সায়নী, জুন, লাভলী, রাজেরা তখন হতদরিদ্র এই উদ্বাস্তুকে প্রার্থী করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। মমতা প্রার্থীপদ ঘোষণার পরপর বলাগড়ের মুকুন্দপুরে মনোরঞ্জন ব্যাপারীর ঘুপচি ঘর ভিড়ে ভরে ওঠে। একদা পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল হয়ে আসা মনোরঞ্জন শুধু বলেন, রিকশা চালানোর সময় কত বড় গাড়ির টক্কর সামলাতে হয়, এবারও সামলে নেবো। রিকশা চালিয়ে, ডোমের মরা পোড়ানোর কাজের ফাঁকে কিংবা রান্নার কাজ করতে করতেও মনোরঞ্জন ব্যাপারী সাহিত্যচর্চা করে গেছেন।

একবছর আগে লেখা তার বই চণ্ডাল জীবনের অনুবাদ ইংরেজিতে হয়েছে। দলিত সাহিত্য একাডেমির সভাপতির চেয়ারে তাকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রিকশাচালক স্বপ্ন দেখছেন দলনেত্রীর হাত শক্ত করার।



 

Show all comments
  • Md Abul Hossain ৭ মার্চ, ২০২১, ৩:১২ পিএম says : 0
    রাজনীতি শুধু বড় লোক করবে এটাতো হতে পারে না। সমাজের সব শ্রেনির মানুষ যাদের মধ্যে আদর্শ আছে তারাই দেশের মানুষের কাজে লাগবে সেই লক্ষ থেকে দিদি দেখিয়ে দিচ্ছেন ধন্যবাদ দিদিকে।
    Total Reply(0) Reply
  • Md Abul Hossain ৭ মার্চ, ২০২১, ৩:১২ পিএম says : 0
    রাজনীতি শুধু বড় লোক করবে এটাতো হতে পারে না। সমাজের সব শ্রেনির মানুষ যাদের মধ্যে আদর্শ আছে তারাই দেশের মানুষের কাজে লাগবে সেই লক্ষ থেকে দিদি দেখিয়ে দিচ্ছেন ধন্যবাদ দিদিকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম বঙ্গ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ