বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতার উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোটালীপাড়া ছাত্রলীগ। আজ শনিবার রাত ৯ টায় উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতারা হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে নানা ধরনের শ্লোগান দিয়ে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেত হয়।
এসময় পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি জুয়েল মুস্নি, সামিম দাড়িয়া,সাজ্জাদ সুমন, রাসেল শেখ, নিয়াজ মোর্সেদ হিরো, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস শেখ, বিনয় ওঝা, শংকর হালদার সূর্য্য, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক কাজী সজীব,ক্রীয়া সম্পাদক ইয়াদুল নিজামীসহ ছাত্রলীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সন্ধ্যায় উপজেলার সিকিরবাজারে পুর্ব সক্রতার জের ধরে পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ লালনের উপর হামলা চালায় বান্দল গ্রামের সুন্দর আলী শেখের ছেলে জামাল শেখ, কামাল শেখ, রফ শেখ ও একই গ্রামের জয়নাল শেখের ছেলে হাসিবুর শেখ। গুরতর আহত রিজভী আহম্মেদ লালনকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান জানান অভিযোগ পাওয়া গেছে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।