Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসমানদের ভিড়ে আ. লীগে যোগ্যরা কোণঠাসা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ৭:৫৭ পিএম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ টানা একযুগ ধরে ক্ষমতায়। তাই সুবিধালোভী ও ভাসমান অস্তিত্ববিহীন কিছু মানুষের ভিড় বেড়েছে। এদের লক্ষ্য একটাই পরীক্ষিত নেতা- কর্মীদের নানাভাবে প্রশ্নবিদ্ধ করে পদ হাতিয়ে নিয়ে নিজেদের আখের গোছানো এবং নেতৃত্বের যোগ্যতাকে খাটো ও অসম্মান করে কু উদ্দেশ্যে নিজেকে যোগ্য হিসেবে জাহির করা।

তিনি শনিবার বিকেলে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৬দফা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে সামরিক ট্রাইব্যুনালে যখন তাঁর বিচার চলছিল তখন তিনি সাংবাদিক ফয়েজ আহমদের মাধ্যমে গোপনে একটি চিরকুট মাওলানা ভাসানীর কাছে পাঠান।

এতে লেখা ছিলো হুজুর, আমার জন্য কিছু করুন। চিঠি হাতে পেয়ে হুজুর আবেগ প্রবণ হয়ে মশিউর রহমান জাদু মিয়াকে বলেন, আমার মুজিবকে মুক্ত করতে হবে। তোমরা তৈরি হও। ঐ সময় ভাসানী মুজিবের চেয়ে বড় নেতা ছিলেন।

তিনি বুঝতে পেরেছিলেন মুজিব ছাড়া বাঙালির মুক্তি অসম্ভব। এটাই একজন প্রকৃত রাজনীতিকের সত্যিকার উপলব্ধি। তাই তিনি মুজিবকে এগিয়ে দেয়ার রাজনৈতিক কৌশল অবলম্বন করেছিলেন। এ থেকে আমাদের আজকের রাজনীতিকদের নেতা কর্মীদের শিক্ষা নিতে হবে। কারণ আমাদের কেউ কেউ আজ নষ্ট ও ভ্রষ্ট। এরা বিপথগামী এবং দেশ ও দলের জন্য ক্ষতিকর।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদেরকে নিজের শক্তিতে দাঁড়াতে হবে। মানুষের মন জয় করে আস্থা অর্জনের জন্য শত উপাদান আছে। বিগত এক যুগে সরকারের অনেক সাফল্য ও অর্জন আছে। সদিচ্ছা ও সুপারিকল্পিতভাবে এই শত উপাদান ও অর্জন মানুষের মাঝে পৌঁছে দিতে পারলে জনসম্পৃক্ততা বাড়বে।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী,



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ