Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিসিক মেয়র ও পুলিশ কমিশনারের আশ্বাস কার্যকর হয়নি, রাস্তায় সিলেটের পরিবহন শ্রমিক সংগঠন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ৭:০১ পিএম

সিলেট নগরীরে চৌহাট্টায় অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে গত ১৭ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় নগরভবনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত ‘কার্যকর হয়নি’ দাবি জানিয়ে ও ‘বিচার পাওয়ার আশায়’ বিভিন্ন কর্মসূচি পালন করছেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৬ মার্চ) হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

বেলা ২টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি চৌহাট্টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিনা নোটিশে স্ট্যান্ড উচ্ছেদের নামে হামলা করে শ্রমিকদের অনেক গাড়ি ভাঙচুর ও হামলা করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করেছিলাম আমরা। কিন্তু পুলিশ কমিশনার নিশারুল আরিফের দেয়া আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেই আমরা। কিন্তু পরবর্তীতে সিসিকের মামলা গ্রহণ করা হলেও পুলিশ গ্রহণ করেনি আমাদের মামলা। তারপরেও গত ২১ তারিখে সিটি করপোরেশনে বৈঠকে বসি এবং সেখানে আমাদের গাড়ির ক্ষতিপূরণ দেয়ার এবং আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আশ্বাস প্রদান করা হয়। কিন্তু এ পর্যন্ত সিসিক মেয়র ও পুলিশ কমিশনার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। তাই আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। ’

মেয়র আরিফ ও পুলিশ কমিশনার নিশারুল আরিফের উদ্দেশে ময়নুল ইসলাম কঠিন হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করুন। নাকি আপনারা সঙ্গে লাগার চেষ্টা করছেন ? এমন যদি করেন তবে আমরা পরিবহন শ্রমিকরা রাজপথে পড়ে থাকবো, রাজপথ ছেড়ে যাবো না। আগামী ১৩ মার্চ রাতের মধ্যে আপনারা এ বিষয়টি যদি সমাধান না করেন তবে ১৪ মার্চ সকাল থেকে পরিবহন শ্রমিকরা সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে। এরপরেও সমাধান না হলে পর্যায়ক্রমে সিলেট বিভাগ, এমনকি সারা দেশের গাড়ির চাকা বন্ধ করতে বাধ্য হব আমরা।’ এর আগে গত ৩ মার্চ পুলিশের কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন পরিবহন শ্রমিক নেতারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৩ মার্চের মধ্যে ৩ দফা দাবি মেনে না নিলে ১৪ মার্চ ভোর ৬ টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন তারা। এছাড়াও আগামী শনিবার দুপুরে সিলেট হুমায়ুন রশীদ চত্বরে মানববন্ধন পালন করবেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকদের ৩ দফা দাবি হচ্ছে- কোতোয়ালি থানায় শ্রমিক ও নেতৃবৃন্দের উপর দায়ের করা মিথ্যা মামলাদ্বয় প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া ও গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- চৌহাট্টার ঘটনার প্রেক্ষিতে মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আতিক মিয়া ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের আহবানে গত ২১ ফেব্রুয়ারি রাতে সিটি করপোরেশনে বৈঠক হয়। ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলররা, মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর ১৭ ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনায় ভাঙচুরকৃত গাড়িগুলো ক্ষতিপূরণ প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার করতে সর্বসম্মতিক্রমে সিদ্বান্ত গ্রহণ করা হয়। কিন্তু এখনো সিলেট সিটি করপোরেশন থেকে এ ব্যাপারে গ্রহণ করা হয়নি কোনো কার্যকর উদ্যোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ