Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ১:৪৬ পিএম

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি বানানোর কাজ শুরু করেছে রাশিয়ার বাহিনী। সিরিয়ার স্বাধীন নিউজ ওয়েবসাইট জামান আল-ওয়াসল জানিয়েছে, হোমসের পূর্বাঞ্চলীয় উপশহরে এই ঘাঁটি বানানো হচ্ছে।

এই ঘাঁটিটি একটি পাহাড়ের ওপর বানানো হবে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে অবস্থিত। এই ঘাঁটিতে ৭৮০ মিটার এয়ারস্ট্রিপ থাকবে।

৯১.৫ একরের ওপর ওই ঘাঁটিতে একটি বিশেষ ক্যাম্পও থাকবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান বাহিনীর ব্যবহৃত গুদামঘরের কাছে এই ঘাঁটি স্থাপন করা হচ্ছে।

ঘাঁটি বানানোর অংশ হিসেবে ইতোমধ্যেই তিন মিটার গভীর এবং দুই মিটার চওড়া একটি পরিখা খনন শুরু করেছে রাশিয়ার বাহিনী। যাতে যেকোনো হামলা থেকে ওই ঘাঁটিকে নিরাপদ রাখা যায়।

২০১১ সালে আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর অভিযান শুরু করে। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

জাতিসংঘ জানিয়েছে, এক দশক ধরে চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি মানুষ।

দীর্ঘ এই গৃহযুদ্ধে ইরান এবং রাশিয়ার সমর্থন পেয়ে আসছে রাশিয়া। অন্যদিকে বিরোধী বাহিনীকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ