Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, কিশোর আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ১২:২২ পিএম

খুলনার ডুমুরিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত কিশোর মো: রনি সরদারকে (১৪) গ্রেফতার করেছে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো: খিজির সরদারের ছেলে। শিশুটি তাদের প্রতিবেশি।

মামলার বিবরণে বলা হয়েছে, শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শিশুটির মা রান্না ঘরে রান্না করছিলেন। এসময়ে প্রতিবেশি মো: রনি সরদার চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে তাকে নিজেদের বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে শিশুটির পিতা শুক্রবার রাতে থানায় অভিযোগ দেয়। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। আজ শনিবার শিশুর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত রনি সরদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেফতার রনিকে আদালতে প্রেরণ করার কাজ চলছে।



 

Show all comments
  • Jack+Ali ৬ মার্চ, ২০২১, ১২:৩১ পিএম says : 0
    Government is responsible for all these heinous crime... O'Muslim Allah ordered you to rule by Qur'an but you hate Allah's Law who created you....We will suffer more day by day.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ