Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ড কমিয়ে আপিলে যাবজ্জীবন

কাশেম চেয়ারম্যান হত্যা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ৯:৩৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাশেম চেয়ারম্যান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হুমায়ুনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।
রায়ে দন্ডিত আসামি হুমায়ুনকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তর করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে এদিন আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
আদেশের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে তিনি বলেন, মৃত্যুদন্ডের সাজা কমিয়ে আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আপিল বিভাগ।
একটি কোম্পানির কাজ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ২০০৪ সালের ২৮ মার্চ কাশেম চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ২১ মে হুমায়ুন ও জসিমকে মৃত্যুদন্ড দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল মান্নান।
পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট ওই মৃত্যুদÐের রায় বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে আপিল করেন হুমায়ুন। শুনানি নিয়ে আপিল বিভাগ এ রায় দেন। তবে অপর আসামি জসিম পলাতক থাকায় তিনি আপিল এখনও করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ