Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে পুড়ল গবাদিপশু

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে ৪টি গরু, ৪টি ছাগল ও হাঁস-মুরগীর মৃত্যু হয়েছে। গতকাল ভোর রাতে আকোটের চর ইউনিয়নের জলধর সরকারের ডাঙ্গী গ্রামের দিনমজুর দিনেশ বিশ্বাসের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের মূল কারণ জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর দিনেশের বেঁচে থাকার একমাত্র সম্ভল ২টি দুধের গরু, ২টি বাছুর, ৪টি ছাগল এবং ২০/২৫টি হাঁস-মুরগী অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যেই মারা যায়। এ অগ্নিকান্ডে গরীব দিনেশের আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, গরীব দিনেশের বেঁচে থাকার মতো আর কোনো সহায় সম্বল রইল না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অগ্নিকান্ডের কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ