বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের উজিরপুরে দুইদিন আগে নিখোঁজ এক গৃহবধুর ঝুলন্ত লাশ মিলেছে বাড়ির পাশে গাছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ঝর্ণা রাণী মল্লিকের (৪৮) লাশ বুধবার বেলা ১২টার দিকে পশ্চিম মশাং গ্রামের একটি জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান সাংবাদিকদের জানিয়েছেন। ঝর্ণা রাণী মল্লিক পশ্চিম মশাং গ্রামের মৃত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্বজনের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, গত সোমবার রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝর্ণা। মঙ্গলবার সারাদিনেও তার খোঁজ মেলেনি। বুধবার বাড়ির পুকুর পাড়ে একটি জামগাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।