Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দয়াকে সবচেয়ে বড় গুন হিসেবে দেখেন জেন্ডায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

একজন মানুষের মাঝে দয়াশীলতাকে সবচেয়ে বড় গুন হিসেবে দেখেন হলিউড তারকা জেন্ডায়া। একজন পুরুষের মাঝে কোন গুনকে সবচেয়ে গুরুত্ব দেন এমন এক প্রশ্ন করলে জেন্ডায়া বলেন, “আমি একজন পুরুষের মাঝে কোন গুনকে সবচেয়ে বড় করে দেখি? এটি খুব বড় একটি বড় প্রশ্ন। একজন মানুষের মাঝে আমি কোন গুনকে বড় করে দেখি? আমি বলব দয়াশীলতা, এটাই একজন মানুষকে বর্ণনা করার জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তবে কিছু মানুষ হল শুধু ভাল মানুষ,তাদের দেখেই অনুভব করা যায়।” এক সাক্ষাতকারে ‘স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম’ তারকা জেন্ডায়া বলেন। “আমি এটা কীভাবে ব্যাখ্যা করব তা জানি না, তবে এর ঝিলিক কাছ থেকে অনুভব করতে পারি। অথবা এমন কিছু ছোট নিদর্শন দেখা যায় তাতে এমনিতে সেই মানুষের পাশে নিরাপদ বোধ করা যায় আর আনন্দ পাওয়া যায়। আমি জানি না তা কীভাবে হয়, তবে কিছু মানুষের মাঝে এই বৈশিষ্ট্য থাকে, এটি বিশেষ এক গুন,” তিনি আরও বলেন। একজন নারীর কোন থাকা উচিত জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় একই গুন থাকা দরকার।” জেন্ডায়াকে আগামীতে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান’ সিরিজের তৃতীয় পর্ব ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ফিল্মে মেরি জেন ওরফে এমজের ভূমিকায় দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ