প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জেন্ডায়া এখন হলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে তার ধারণা এখনও তিনি ‘এক স্তরের অখ্যাত মানুষ’ এই জগতে। তবে তিনি আরেক যে কলায় পারদর্শী তা অনুশীলন করলে তার এই পরিচয়হীনতা কেটে যেত বলে তার মনে হয়। হলিউডের সবাই জানের জেন্ডায়া একজন দক্ষ গায়িকা।
ভ্যারাইটির ‘অ্যাক্টর্স অন অ্যাক্টর্স’ কার্যক্রমে অ্যানড্রু গারফিল্ডকে অভিনেত্রী বলেন, এই ব্যাপারে আমি স্যাম লেভিনসনের সঙ্গে আলাপ করছিলাম। আমার সংশয় ছিল আমি কখনও পপ স্টার হতে পারব কীনা। কারণ অভিনয়শিল্পী হিসেবে আমার এক স্তরের নামের ঘাটতি রয়েছে, যা আমি উপভোগ করি। আর আমার নিজের কাজ নিজেকেই সামলাতে হয়, যাই হোক না কেন, একটি চরিত্রের মধ্য দিয়ে আমাকে কাজ করতে হয় যা সবার জানার প্রয়োজন নেই। সঙ্গীতের বিষয় এলে, তিনি নিজেই নিজের নিয়ন্ত্রক। একজন পপ স্টারের জীবনের স্বাদ পেয়েছেন জেন্ডায়া (২৫)। ২০০৯ সালে তিনি কেটি পেরির ‘হট এন’ কোল্ড’সহ বেশ কিছু গানের কাভার গেয়েছেন ডিজনি চ্যানেলের ‘শেক ইট আপ’ অনুষ্ঠানে। এর পর তার গাওয়া ‘সামথিং টু ড্যান্স ফর’ এবং ‘ফ্যাশন ইজ মাই ক্রিপ্টোনাইট’ গান দুটি বেশ শ্রোতাপ্রিয় হয়। ২০১৩তে তার ‘রিপ্লে’ গানটি বেরোয়, ২০১৬তে ক্রিস ব্রাউনের সঙ্গে মুক্তি পায় সামথিং নিউ’। ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’, ‘ইউফোরিয়া’ এবং ‘স্মলফুট’ ফিল্মগুলোর সাউন্ডট্র্যাকে তার গান অন্তর্ভুক্ত হয়। এখন অবশ্য তিনি অভিনয়েই বেশি মনোযোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।