Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ৩:৩০ পিএম

র‌্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে কুষ্টিয়া শহরস্থ বড়বাজার রেল গেট থেকে ১৭ লিটার দেশীয় চোলাইমদ সহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল আজ মঙ্গলবার ২ মার্চ দুপুর দেড় টার দিকে বড়বাজার রেইলগেট এর পূর্ব পার্শ্বে আসামি ছবেদ মিয়ার চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৭ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, ২টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড, নগদ ১ হাজার ৫২০ টাকাসহ শহরের মিলপাড়া কানু বাবুর বাগান বাড়ির মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ ছবেদ মিয়া (৫০) ও আড়ুয়া পাড়ার মৃত মন্টু প্রামানিকের ছেলে মোঃ তারিক (৪৫) কে গ্রেপ্তার করা করে।

পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদ্বয়’কে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ