Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ার অর্থনীতিতে ৭ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

করোনা মহামারী বিশ্বজুড়ে মারাত্মকভাবে জনজীবন ও অর্থনীতি বিপর্যস্ত করে দিয়েছে। বিশে^র দেশগুলো বিপর্যয় মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মালয়েশিয়া বিশ্বব্যাপী এ অর্থনৈতিক পুনরুদ্ধারের সাথে সামঞ্জস্য রেখে এ বছর অর্থনৈতিক অবস্থার উন্নতি প্রত্যাশা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন। বর্তমান মালয়েশিয়ার সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সকালে একটি অনুষ্ঠানে ইয়াসিন বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পুনরুদ্ধারের সাথে সামঞ্জস্য রেখে ২০২১ সালে দেশের অর্থনীতিও পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।’

একই সময়ে শ্রমবাজারের উন্নতি, স্বল্প মূল্যস্ফীতি এবং অনুকূল অর্থায়নের পরিবেশের পাশাপাশি বড় অবকাঠামোগত প্রকল্পগুলি পুনরায় শুরু করার দ্বারা মাধ্যমে অবিচ্ছিন্নভাবে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিও আশা করছে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের পূর্বাভাসের উদ্ধৃতি দিয়ে মহিউদ্দিন বলেছেন, এ বছর মালয়েশিয়ার অর্থনীতি ৬.৭ এবং ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ইয়াসিন জানিয়েছেন, ‘পরিষেবা এবং উৎপাদন খাতের মাধ্যমে দ্বারা মালয়শিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হবে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশেরও বেশি।’

তিনি বলেন, ‘রিংগিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী মুদ্রা হিসাবে আত্মপ্রকাশ করেছে, এটি অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধার্থে এবং কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বর্তমানের সরকারি ও বেসরকারী উদ্যোগে চালিত। দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যায়ন করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূচক।’
এদিকে, ২০২১ সালে বিশ্বব্যাপী জিডিপি ৫.৫ শতাংশ পরিমাণ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে এবং বিশ্ব বাণিজ্যে ৮.১ শতাংশ প্রবৃদ্ধি প্রত্যাশা করা হচ্ছে। সূত্র : দ্য এজ মার্কেট্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ