Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণকালেই ধস

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের সেতু

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

উদ্বোধনের আগেই নির্মাণাধীন সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের উপর একটি সেতু ধসে পড়েছে। গতকাল সোমবার সকালে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে গেছে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। ভেঙে যাওয়া সেতুটি পরিদর্শন করলে দেখা যায় সেতুটির ৫টি গার্ডার ভেঙে গেছে। প্রায় ২ বছর থেকে ব্রিজটি নির্মাণ কাজ চলছিলো। সেতুটি বাস্তবায়নের জন্য কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স এবং সেতুটি নির্মাণে খরচ ধরা হয় প্রায় ১৩ কোটি টাকা। তবে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার ফল এই নির্মানাধীন সেতুটির ধস।
স্থানীয় বাসিন্দা গফুর মিয়া বলেন, সেতুটি কাজ যে ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়েছে তার কাজ খুব ধীরগতি ও নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করেছে বলেই সেতুটি ভেঙে গেছে সরকারের উচিত এদের বিচারের মধ্যে নিয়ে আসা, সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না।
অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫১ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ যার একটি নির্মাণের আগেই ধসে পড়ে। তবে, বিকল্প সড়ক থাকায় ধসের কারণে সড়কে যান চলাচলে কোন সমস্যা না হলেও নিম্নমানের কাজের দায়ভার ঠিকাদারী প্রতিষ্ঠানকেই নিতে হবে বলে জানান সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম।
ঠিকাদারী প্রতিষ্ঠান এএম বিল্ডার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়া এই দুর্ঘটনাটি ঘটে তবে যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরোটা আমরা বহন করবো এবং খুব দ্রুত সেতুটি আবারও নির্মাণ কাজ করা হবে তবে তিনি কাজে কোন রকমের অনিময় হয়নি বলেও জানান তিনি। এতে প্রায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা তিনি ।
সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে তিনটি সেতু নির্মাণের প্রকল্পের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এতে সরকারের এক টাকাও ক্ষতি হয়নি। আমরা কোন টাকা এখনো ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়নি যেহেতু গার্ডার ভেঙেছে তারা তার দায়ভার বহন করবেন এবং নতুন করে আবার গার্ডার বসিয়ে দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধস

২০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ