Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ২:৫৩ পিএম

আবারও সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আঘাত করার আগেই আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি সিরিয়ার সেনার। গোলান মালভূমি থেকে গতকাল রোববার সন্ধ্যায় সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইসরাইল একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। খবর ডয়েচে ভেলের।
সোমবার (১ মার্চ) সামরিক বাহিনীর বরাত দিয়ে সিরিয়ার গণমাধ্যম জানায়, ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে দামেস্কে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের রকেট হামলার কয়েক দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল।
২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ায় ইরানপন্থি ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। কয়েক দিন আগে আমেরিকাও সিরিয়া-ইরাক সীমান্তে ইরানপন্থি সেনাঘাঁটির ওপর বিমান হামলা চালিয়েছিল।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এখানেই ইরানের র‌্যাভুলেশনারি গার্ড ও হিজবুল্লাহর ঘাঁটি।
১৯৮২ সালে ইসরাইলের দক্ষিণ লেবানন দখলের পরিপ্রেক্ষিতে মুসলিম নেতারা মিলে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গড়ে তোলেন। সিরিয়ায় ইরানের উপস্থিতি ঠেকাতে ইসরাইল এখন প্রায় প্রতি সপ্তাহেই হানা দিচ্ছে ইসরাইল। সূত্র : ডয়েচে ভেলের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল

২৭ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ