Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন ভিসা পাবে না সাংবাদিক-অ্যাকটিভিস্টদের নিপীড়নকারীরা : ব্লিনকেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫১ পিএম

কোনো দেশের সরকারের হয়ে যারা সাংবাদিক বা অ্যাক্টিভিস্টদের ওপর নির্যাতন করবে তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যাবে। এমনকি অভিযুক্তদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না। শুক্রবার এমনই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিনকেন নতুন এই ভিসা নিষেধাজ্ঞার কথা জানান। -সিএনএন, রয়টার্স, নিউজউইক

দুই বছর আগে তুরস্কের ইস্তাম্বুলের সউদি দূতাবাসে নির্বাসিত সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় সউদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুমোদন ছিলো বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এ ঘোষণা এলো। সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডে জড়িতসহ বিদেশে নির্বাসিতদের হুমকিদাতা হিসাবে চিহ্নিত সউদি আরবের ৭৬ জনের ওপর ইতোমধ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের সরকারের পক্ষে অপরাধ সংঘটনকারীরা নির্বাসিতদের টার্গেট করে আমেরিকার মাটিতে ঢুকতে পারবে না।

নতুন নিয়মের আওতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেইসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে- যারা কোনো দেশের সরকারের পক্ষে নির্বাসিত বা নির্বাসিত হতে পারেন এমন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা অন্য ব্যক্তিকে নিপীড়ন, হয়রানি, নজরদারি, হুমকি বা ক্ষয়ক্ষতিসহ গুরুতর কর্মকাণ্ড পরিচালনা করবেন অথবা দেশের বাইরে গিয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কাজ করবেন। ওই সব ব্যক্তির পরিবার এবং অন্যান্য ঘনিষ্ঠ সহযোগীদের ওপরও নতুন এ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।



 

Show all comments
  • Zillur Rahaman ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৫ পিএম says : 0
    উন্নত দেশগুলো উচিত মানবাধিকার রক্ষা করা কিন্তু দুই একটি ঘটনার দোহায় দিয়ে তারাই সারা বিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তবাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ