Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে প্রত্যাহার হচ্ছে কেন্দ্রীয় বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ৬:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন রাজ্য অরেগনের গর্ভনর কেট ব্রাউন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নিতে স্বরাষ্ট্রনিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা হয়েছে, তাদের সরিয়ে পোর্টল্যান্ডে স্থানীয় নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হবে। -বিবিসি
কেন্দ্রীয় বাহিনী কখন পোর্টল্যান্ড ছাড়বেন তার কোনো নির্দিষ্ট সময় জানানো হয় নি। এর আগে বুধবার সিয়াটল থেকে কেন্দ্রীয় বাহিনীর সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শহরের মেয়র। গত ২৫ মে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড প্রাণ হারানোর পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই বিক্ষোভকে, দাঙ্গা, সহিংসতা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেট শাসিত রাজ্যগুলোতে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট হচ্ছে।

শিকাগো, পোর্টল্যান্ড, সিয়াটল ও উইসকনসিনসহ বিভিন্ন শহরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তীব্র বিরোধিতা করছে বিক্ষোভকারীরা। তারা কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবি জানাচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, বিক্ষোভকারীদের সাদা পোশাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও মরিচের গুড়ো নিক্ষেপ করা হয়েছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অন্যদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম ব্লার বলেছেন, দাঙ্গা ও সহিংসতা বন্ধে কেন্দ্রীয় বাহিনীর কঠোর পন্থা অবলম্বন করা খুবই জরুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তবাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ