Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ডা: ইমরান পরিবারের পাশে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার মুক্তাদির

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪৮ পিএম

সিলেটের রশিদপুরে মর্মান্তিক সড়কদুর্ঘটনায় নিহত সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা: ইমরান খান রুমেলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।


আজ শনিবার বিকেলে নগরীর সুবিদবাজারস্থ মিয়া ফাজিল চিশত এলাকায় ডা: ইমরানের বাসায় যান। ইমরানের বাবা প্রবীণ চিকিৎসক ডাঃ আমজাদ হোসেন সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। ইমরানের দুটি ছোট্রমেয়েকে দেখেন ও খোঁজ খবর নেন তাদের। ডা: ইমরানের মাগফেরাত কামনাকরে মোনাজাত করেন। এসময় দুর্ঘটনায় নিহত সকলের মাগফেরাত কামনা এবং চিকিৎসাধিন ডা:ইমরানের সহধর্মিনী ডা: অন্তরা সহ সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করাহয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটমহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাদারণ সম্পাদক এমদাদ হোসেনচৌধুরী, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতিমানিক মিয়া, সাধারণ সম্পাদক এম মখলিছ খান, মহানগর যুবদলের সদস্য সচিব নেওয়াজ বখততারেক, যুবদল নেতা জামাল আহমদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল হক খালেদ, জাহেদআহমেদ, মালেক আহমদ ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ