Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজকুমারী লতিফা ইস্যুতে যে ভুল করেছিলেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩১ পিএম | আপডেট : ৭:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

দুবাইয়ের রাজকুমারী লতিফাকে নিয়ে যে ভুল করেছিলেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন, স্বীকার করলেন নিজেই। ২০১৮ সালে পালিয়ে যাওয়ার পর ফের দুবাইয়ের রাজকুমারী লতিফাকে ফেরত আনা হয়। ওই বছরের ডিসেম্বরে ম্যারির সঙ্গে লতিফার একটি ছবি ভাইরাল হয়। এরপরই শুরু হয় জল্পনা-কল্পনা। -বিবিসি

ম্যারি ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত। তার মতে, দুবাই রাজপরিবার দ্বারা প্রতারিত হয়েছেন তিনি। কারণ, রাজ পরিবারের আমন্ত্রণেই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। ম্যারি বলেন, আমি আমার একজন বন্ধুকে (রাজকুমারী) সাহায্য করতে গিয়েছিলাম। ঐ সময় আমি হৃদয় দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করি। নিজের ভুল বুঝতে পারার পর আমার আক্ষেপের আর শেষ ছিলো না। এর আগে লতিফার ধারন করা একটি ভিডিও ফাঁস হয় গণমাধ্যমে। সেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি কমান্ডোরা তাকে ড্রাগ দিচ্ছে বলেও জানান রাজকুমারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়ারল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ