Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩৬ পিএম

কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ফাহিম (০৬) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের যোগীপাড়া নামকস্থানে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ফাহিম মা-বোনের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় চিলমারী কুড়িগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৩৪৯৮) ফাহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ ও ট্রাকসহ চালক রোকন আলী (২৭) থানায় নিয়ে আসে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ