মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের দাম্মাম বন্দর থেকে রওয়ানা দিয়ে সিঙ্গাপুর যাওয়ার পথে ওমান উপসাগরে একটি ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজটির দুই পাশেই ছিদ্র হয়ে যায় এবং সেটি দ্রুত নিকটবর্তী বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে। খবর রয়টার্সের।
ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত ইউকেএমটিও (ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস) গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী বাকি নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান জাহাজটির নাম রামি উঙ্গার উল্লেখ করে জানিয়েছে, এতে দেড় মিটার ব্যাসের দু’টি ছিদ্র হয়ে গেছে। তবে সেগুলো ক্ষেপণাস্ত্র নাকি মাইন বিস্ফোরণের কারণে হয়েছে তা পরিষ্কার নয়। বিস্ফোরণে জাহাজের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি, আর কোনও ক্রুও হতাহত হননি।
গণমাধ্যমটি বলছে, ঘটনাটি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফল নাকি জাহাজ ইসরায়েলি মালিকানাধীন হওয়ার সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে সে বিষয়ে কোনও ধারণা নেই তাদের।
এদিকে জাহাজে বিস্ফোরণের ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি ইসরায়েল। ইরান সরকারও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।