Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় আসামি ইশারত আটক

বরুনাতৈলের হত্যা মামলা

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মাগুরার বরুনাতৈল গ্রামের আকামত মোল্লার খুনি ইশারতকে পুলিশ আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, তারেক আল মেহেদী জানান- এ ঘটনায় এলাকায়। রাতভর সাড়াশি অভিযান চালিয়ে গতকাল সকালে ইশারতকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিহত আকামতের ছেলে মো নাসিরুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

তিনি জানান মূলত এলাকায় নানা রকমের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় এলাকার মুরব্বি হিসেবে মাগুরা বড় বাজারের চালের আড়তের শ্রমিক আকামত মোল্যা প্রায়ই ইশারতকে নানাভাবে পরামর্শ দিয়ে ভাল হওয়ার জন্য আহবান জানাতো। কয়েক বছর আগে সে নামাজ রোজায় মননিবেশ করলেও সম্প্রতি আবার মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত হয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে সবার সামনেই আকামত তাকে আবারও নানাভাবে সুপরামর্শ দিলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠে ইশারত। দৌড়ে পাশেই নিজ বাড়িতে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে এসে আকামতকে উপর্যুপরি পেট ও বুকে কুপিয়ে যখম করে। মাগুরা সদর হাসপাতালে আনার পথেই সন্ধ্যা ৭টার দিকে আকামতের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা-মামলা

২৭ ফেব্রুয়ারি, ২০২১
২৩ ফেব্রুয়ারি, ২০২১
২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ