Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে হত্যা মামলার আসামি আটক

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজের মুদি ব্যবসায়ী শেখ আলী আজম হত্যা মামলার পলাতক আসামি শেখ ইয়াসিনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার বিকেল পৌনে ৪টার সময় বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক আসামিকে মংলা থানা পুলিশে সোপর্দের কথা জানিয়েছে র‌্যাব। 

র‌্যাব-৬ এর সহকারি পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহবুব উল আলম জানান, গত ২৪ ডিসেম্বর রাতে মংলার দিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজম (৫২) তার মুদী দোকানের পাওনা টাকা চাওয়ায় আপন ছোট ভাই শেখ ফরিদের (৪৮) সাথে বাকবিন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই ফরিদ ও ওই ভাইয়ের ছেলে শেখ ইয়াসিন (২৫) শেখ আলী আজমকে মারধর এবং কুপিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৬ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথিমধ্যে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ওইদিন রাতে মংলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ ফরিদ ও ফরিদের ছেলে ইয়াসিনকে আসামি করা হয়। মামলার আসামি শেখ ইয়াসিনকে গত শনিবার বিকেলে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে আটক করে র‌্যাব। মামলার আসামি শেখ ফরিদকে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-০৬ এর কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা-মামলা

২৭ ফেব্রুয়ারি, ২০২১
২৩ ফেব্রুয়ারি, ২০২১
২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ