Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় র‍্যাব সদস্য পরিচয়ে ছিনতাই

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ পিএম

কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে সততা সুইটস এর সামনে থেকে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর কাছ থেকে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব পরিচয়ে মোবাইল ছিনতায়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের নায়েব আলী শেখের মেয়ে ফারজানা আক্তার জ্যোতি জানান, কুমারখালী থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন নগর মোরে বাস থেকে নামার পর মোটরসাইকেল আরোহী দুইজন নিজেদের র‍্যাব ৩ পরিচয় দিয়ে জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলে মোবাইল ফোন ও সঙ্গে থাকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নেয়। পরে রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিয়ে আলাউদ্দিন নগর মোড় থেকে অনতিদূরে তাদের গাড়িতে থাকা মহিলা সদস্য দ্বারা দেহ তল্লাশির জন্য আসতে বলে চম্পট দেয়।

এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ