Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভয়ঙ্কর মাদক ‘আইস’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

নগরীতে উদ্ধার হয়েছে আইস হিসেবে পরিচিত ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল মেথ’। গতকাল বৃহস্পতিবার নতুন এ মাদকসহ দুইজনকে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, বুধবার রাতে নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাই লেইন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের শফিউল আলম (৩৪) এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. ইয়াছিন রানা (৫০)।

র‌্যাব কর্মকর্তারা জানান, আফ্রিকা অথবা দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশ থেকে ভয়ঙ্কর এই মাদক বাংলাদেশে ঢুকেছে বলে তাদের ধারণা। ওই দু’জন ক্রিস্টাল মেথগুলো ক্রেতার কাছে হস্তান্তরের জন্য অপেক্ষা করছিল। গ্রেফতার হওয়া শফিউল আলম করোনালকডাউন শুরুর আগে আফ্রিকার মোজাম্বিক থেকে দেশে ফেরেন। তিনি দীর্ঘদিন ধরে মোজাম্বিকে অবস্থান করছিলেন। সাধারণত আফ্রিকা কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ডে এসব মাদক পাওয়া যায়। যেহেতু শফিউল আফ্রিকার দেশে ছিলেন, সেই সূত্র ধরেই মূলহোতাকে চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।
২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার মোহাম্মদপুর থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ তিন জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর ওই বছরের ২৭ জুন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ নাইজেরীয় একজন নাগরিককে আটক করা হয়। তার কাছে ৫২২ গ্রাম এ ধরনের মাদক পাওয়া যায়। সেই মাদক আফ্রিকা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইস ইয়াবার চেয়ে ভয়ঙ্কর। ইয়াবা শরীরে প্রবেশের পর যতটুকু হরমোনজনিত উত্তেজনা তৈরি করে আইসে তার চেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ১৪ লাখ টাকা বলে জানায় র‌্যাব কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইস

২৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ