মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে করোনা মহামারির এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে লাখ লাখ মানুষ। আক্রান্তের সংখ্যাও কয়েক কোটি। মাসের পর মাস সারাবিশ্বে তাণ্ডব চালিয়ে এখনও ক্ষান্ত হচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাস।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন।
করোনা সংক্রমণে মারা গেছে এখন পর্যন্ত ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।
করোনা সংক্রমণে শীর্ষ ১০'য়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক এবং জার্মানি। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই।
করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩২৯ জন।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪৩৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।