মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তদন্তে উঠে এসেছে- গত বছর বেথেলহেম ও জেরুজালেমের মধ্যে একটি চেকপোস্টে ইসরাইলি সেনারা নিরপরাধ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। আহমেদ এরিকেত (২৭) নামে ওই ফিলিস্তিনি যুবক ২০২০ সালে তার মা ও বোনকে এগিয়ে আনতে রাস্তায় বেরিয়ে ছিলেন। ওই দিন সন্ধ্যায় তার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। বোনের বিয়ের অনুষ্ঠানে তার বিয়ে নিয়েও আলোচনার কখা ছিল। ইসরাইলি সেনারা তাকে বিনাকারণে গুলি করে রাস্তায় ফেলে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ইসরাইলি সেনারা রক্তক্ষরণে ফিলিস্তিনি যুবকের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এক ঘণ্টা পর তার মৃত্যু নিশ্চিত করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর অনুমতি দেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি বলে মানবাধিকার সংগঠনটির তদন্তে উঠে আসে। ফরেনসিক আর্কিটেকচার নামে সংগঠনটি মঙ্গলবার এ ব্যাপারে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।