মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল গত ৬ বছরে প্রায় ১০০ কোম্পানি কিনে নিয়েছে । অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক নিজেই এই তথ্য জানিয়েছেন। কোম্পানির এজিমে তিনি শেয়ারহোল্ডারদের জানান, সম্প্রতি কোম্পানিটি তার ইতিহাসের সবচেয়ে অর্থদাত্রী প্রান্তিক পার করেছে। ২০২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির অর্থ এসেছে ১১১.৪ বিলিয়ন ডলার। টিম কুক বলেন, অন্য কোম্পানি কেনার উদ্দেশ্য হলো মেধা ও প্রযুক্তি নিজের করে নেওয়া। -বিবিসি
গত দশকে অ্যাপলের বৃহত্তম অ্যাকুইজিশন ৩ বিলিয়ন ডলারে বিটস ইলেক্ট্রনিক্সকে কিনে নেওয়া। এই হেডফোন কোম্পানিটির মালিক ছিলেন র্যাপার ও মিউজিক প্রোডিউসার ড. ড্রে। আরেকটি বড় ক্রয় হলো মিউজিক রিকগনিশন সফটওয়্যার শাজাম। এটির মূল্য ২০১৮ সালে ঝিলো ৪০ কোটি ডলার। তবে সাধারণত অ্যপল ছোট প্রযুক্তি কোম্পানিগুলোকে কিনে নেয়। কারণ কোম্পানিটি নিজস্ব পণ্যে এসব কোম্পানির আবিস্কারকে ব্যবহার করতে চায়। এভাবেই তুলনামূলক গবেষণা না করেই তারা বিশ্বের শ্রেষ্ঠতম প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় ইসরায়েলি থ্রিডি সেনসিং কোম্পানি প্রাইমসেন্স। এই প্রযুক্তি অ্যপল তাদের ফেসআইডিতে ব্যবহার করে। এছাড়াও অ্যাপল ব্যাক এন্ড টেকনলজিতেও বিনিয়োগ করছে।
অ্যাপলের অন্য কোম্পানি অধিগ্রহণের ধরন অনেক বেশি বৈচিত্রময়। গত বছর অ্যাপল বেশ কয়েটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি কিনে নিয়েছে। এর বাইরেও একটি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবসা, একটি পেমেন্ট স্টার্টআপ এবং একটি পডকাস্ট ব্যবসা ক্রয়তালিকায় আছে। ২০১৯ সালে সেলফ ড্রাইভিং শাটল কোম্পানি ড্রাইভ.এআইকে কিনে নেয় অ্যাপল। কোম্পানিটি বর্তমানে স্বচালিত গাড়ির ব্যবসায় প্রবেশেরও চেষ্টা করছে। ২০১৬ সালে চীনা রাইড শেয়ারিং কোম্পানি দিদি চওশিংয়ে ১ বিলিয়ন ডলারের স্টেক কিনে।
অ্যাপল ২ ট্রিলিয়ন ডলারের লাভজনক একটি কোম্পানি। ফলে নতুন কোম্পানি অধিগ্রহণের জন্য তাদের যথেষ্ঠ থাকার চেয়েও বেশি অর্থ রয়েছে। তবে যে ১০০টি কোম্পানি ৬ বছরে তারা কিনেছে, সে ব্যাপারে তারা বেশ সিলেক্টিভ ছিলো। সম্প্রতি অ্যালন মাস্ক জানিয়েছেন, ২০১৩ সালে লোকসানে থাকার সময় তিনি কুকের কাছে টেসলা বিক্রির চেষ্টা করেছিলেন। কুক অনুরোধ করা সেই মিটিংয়েই আসেননি বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।