Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্পের জন্য বেঁচে গেলো নিউজিল্যান্ড সমুদ্র উপকূলে আটকা ৪৯টি তিমি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ এএম

নিউজিল্যান্ড সমুদ্র উপকূলে আটকা পড়া ৪৯টি বিরল পাইলট তিমিকে ফেরানো হলো সাগরে। যদিও বালুকাবেলায় আটকা ৯টি তিমি মারা গেছে।

পরিবেশবীদরা জানান, হঠাৎ ঝাঁক বেধে তিমির দল উঠে আসে উপকূলে। কিন্তু অগভীর পানিতে সেসব আটকা পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রাণীগুলোকে সাগরে ফেরত পাঠায় দেশটির পরিবেশ অধিদফতর।

এর আগে, ২০১৭ সালে প্রায় আড়াইশ তিমি উপকূলে আটকে মারা যায়। ধারণা করা হয়, সাগর তলদেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্পের ঘটনায় তীরে আসে বিশালাকার প্রাণিগুলো।

এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঠাণ্ডার তীব্রতা কমায় সমুদ্রে ফিরিয়ে দেয়া হলো হাজার হাজার কচ্ছপকে। মঙ্গলবার স্থানীয় প্রাণীরক্ষা বিভাগের উদ্যোগে নেয়া হয় এ পদক্ষেপ। গত সপ্তাহের তীব্র তুষারপাতে সবকিছু বরফে পরিণত হওয়ায় সাউথ পাদ্রে উপকূলে উঠে আসে প্রায় ২৫ হাজার সামুদ্রিক কচ্ছপ। প্রাণীগুলোকে স্থানীয় কনভেনশন সেন্টারের উষ্ণ জলাধার এবং কক্ষে রাখা হয়। কিন্তু উদ্ধারের আগেই অনেকগুলো নিরীহ প্রাণী মারা যায়। বর্তমানে রাজ্যটির তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় ধাপে ধাপে কচ্ছপগুলোকে ছাড়া হচ্ছে মেক্সিকো উপকূলে। শেষবার ২০১০ সালে ঠাণ্ডার প্রকোপে মারা যায় বহু সামুদ্রিক কচ্ছপ। রয়টার্স, আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ