বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করে গেলেন ভারতীয় এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায় ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া ৪ জন সফরসঙ্গীসহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ফরোয়ার্ড বেজ সেন্টমার্টিন দ্বীপে আগমন করেন।
এ সময় তাকে সাগত জানান শেখ হাসিনা বিএএফ বেইজ কক্সবাজার (এওসি) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ সাফকাত আলী।
তিনি দ্বীপে তিন ঘন্টা অবস্থান নেয়ার সময় বিভিন্ন স্থান ঘুরে দেখেন। দুপুর ১টায় তিনি জেটি ঘাটে আসেন। এরপর বিকাল সাড়ে ৪টায় হেলিকপ্টার যোগে তিনি সেন্টমার্টিন ত্যাগ করেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য তিন দিনের বাংলাদেশ সফরে ২২ ফেব্রুয়ারী ঢাকায় এসে পৌঁছান ভারতীয় এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।
এই সফরে তিনি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের আকর্ষণে সেখানে ভ্রমণ করেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।