Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নার্সেস সংগ্রাম পরিষদের ৩ দফা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আগামী সাত দিনের মধ্যে তিন দফা দাবি না মানলে ৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে নার্সেস সংগ্রাম পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এ ঘোষণা দেয়।

নার্সেস সংগ্রাম পরিষদের তিন দফা দাবি হলোÑ জনস্বাস্থ্য সুরক্ষা ও নার্সিং পেশার মান রক্ষার লক্ষ্যে কোনো ক্রমেই কারিগরি বোর্ডের অধীন প্যাশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিয়োগ দেয়া যাবে না। পরিবার কল্যাণ পরিদর্শিকাদের (এফডব্লিউবি) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সম্মান না করা। গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সাইন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও নার্সেস সংগ্রাম পরিষদের মুখপাত্র মো. আনিসুর রহমান বলেন, আগামী সাত দিনের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আগামী ৩ মার্চ দেশব্যাপী প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর আগামী ৮ মার্চ কেন্দ্রীয়ভাবে বিভাগীয় কমিশনার ও প্রতি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। ১০ মার্চ একযোগে প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ১৩ মার্চ সারা দেশব্যাপী প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, এ কর্মসূচি পালনকালে সারাদেশে করোনা টিকাদান কার্যক্রম এবং করোনা রোগীদের সেবা, হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও নার্সেস সংগ্রাম পরিষদের মুখপাত্র এবং সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজসহ নার্সদের বিভিন্ন সংগঠনের নেতারা।
বড়পুকুরিয়াকে কাজে লাগাতে চায় সরকার

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নার্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ