বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে সহিংসতায় দুই কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘাতে একজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার সাবেক কাউন্সিলর আবদুল কাদের জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আবদুল কাদেরকে মুক্তি দেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বলেন, ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন আদেশ আসার পর সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
১২ জানুয়ারি রাতে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং ‘বিদ্রোহী’ আবদুল কাদের গণসংযোগ করছিলেন। ওই ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।