মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দুই দেশ গিনি ও গণপ্রজাতন্ত্রী (ডিআর) কঙ্গোতে এ পর্যন্ত ১৪ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) এ কথা জানায়। ৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, এ দুই দেশে ইবোলা ভাইরাসে মৃত্যু হার ৬৪.৩ শতাংশ। আফ্রিকা সিডিসি জানায়, সর্বশেষ খবর অনুযায়ী ডিআর কঙ্গোতে নতুন করে একজন ইবোলায় আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে কেউ সুস্থ হয়ে ওঠেনি। তারা আরও জানায়, গিনির এন’জারাকোরে নতুন করে তিনজন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে ১১ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২৮ হাজার ৬শ’ জনের বেশি আক্রান্ত হয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।