মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা রোগে আক্রান্ত হয়ে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, স¤প্রতি চিকিৎসার জন্য হাসপাতালে আসা সম্ভাব্য দেড়শ রোগীর মধ্যে ১১৯ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় বাকি ৩১ জনও এ রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এই রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ছে। ওই প্রাণহানির বাইরে আরও অন্তত ৩১ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বর্তমানে এই রোগে মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। এ ব্যাপারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) উদ্বেগ প্রকাশ করেছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।