মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে পাচারকারীদের পরিচালিত একটি গোপন কারাগারে অভিযান চালানোর কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেখান থেকে ১৫ নারী ও পাঁচ শিশুসহ ১৫৬ অভিবাসীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। অভিবাসীরা সেখানে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে। গোপন কারাগার চালানোর ঘটনায় ছয় পাচারকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। কুফরা শহরের একটি বাড়িকে বানানো হয়েছিলো ওই গোপন কারাগার। সেখান থেকে পালিয়ে আসা এক অভিবাসী আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। কুফরা নিরাপত্তা ব্যুরো জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি সেখানে অভিযান চালানো হয়। রবিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ছয় পাচারকারীকে আটক করে আরও তদন্ত চালাতে তাদের প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই গোপন কারাগার থেকে ছাড়া পাওয়া অভিবাসীরা সোমালিয়া, ইরিত্রিয়া ও সুদানের নাগরিক। তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে খাবার, পোশাক ও কম্বল দেওয়া হয়েছে। সংঘাত কবলিত দেশ লিবিয়াকে ব্যবহার করা হয় ইউরোপে পাচারের রুট হিসেবে। আফ্রিকা ও আরব দেশগুলো থেকে পালিয়ে আসা অভিবাসীরা লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। আর এই সুযোগ কাজে লাগায় পাচারকারীরা। রাবারের নৌকায় করে সাগর পথে এসব অভিবাসীদে ইউরোপে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। এসব ঘটনায় নৌকা ডুবে বহু অভিবাসীর মৃত্যু হয়েছে। তারপরও থামেনি এই বিপজ্জনক প্রচেষ্টা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।