বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১১ জায়াড়িকে আটক করেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরীর সদর থানাধীন মিয়াপাড়া এলাকার একটি বাড়িতে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাদের আটক করা হয়।
কেএমপির উপ কমিশিনার (ডিবি) বিএম নুরুজ্জামান জানান, সোমবার রাত ১০ টার দিকে মিয়াপাড়া জামে মসজিদ রোডে মো. আবু ওবায়দুল্লাহর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই ১১ জায়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ২৪ সেট তাস, নগদ ৩০ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তারা জুয়ার আসর পরিচালনা করে আসছিল। খুলনার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা আসরে আসতো।
তিনি আরো জানান, আটককৃতরা হচ্ছে, মো. ইকবাল হোসেন (৪০), মোঃ ইকবাল হোসেন (৪০), মোঃ আবু ওবাইদুল্লাহ আজাদ (৫৪), লিটন শাহা (৪৪), মোঃ পলাশ হাওলাদার (৩২), মোঃ হাবিব (৫৫), আশফাকুজ্জামান ওরফে খোকন (৫৮), মোঃ সেকেন্দার শেখ (৫০), মোঃ আফজাল হোসেন আকন (৫০), মোঃ সেলিম হাওলাদার (৫৫), শেখ মোঃ মুসা (৬৪) ও তপন কুমার শীল(৪৫)। আটক ১১ জুয়াড়ির বিরুদ্ধে আজ মঙ্গলবার খুলনা সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।