Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোল ১ জুলাই থেকে আদায়

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আগামী পহেলা জুলাই থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করতে যাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ের ভিত্তি টোল প্রস্তাব করা হয়েছে কিলোমিটারপ্রতি ৯ টাকা ৯০ পয়সা। অর্থ বিভাগের অনুমোদন পেলে এ হারেই টোল আদায় শুরু হবে। তবে পদ্মা সেতু চালুর পর টোলহার পুনরায় নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে টোলহার আরো বাড়বে বলে জানিয়েছেন সওজ অধিদপ্তরের কর্মকর্তারা।

সওজ অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী, ৫৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে পাড়ি দেয়ার জন্য ট্রেইলার থেকে ১ হাজার ৩৬১ টাকা, ভারী ট্রাকে ১ হাজার ৮৯, মাঝারি ট্রাকে ৫৪৪, বড় বাসে ৪৯০, ছোট ট্রাকে ৪০৮, মিনিবাসে ২৭২, মাইক্রোবাস, জিপ, পিকআপে ২১৮, সেডান কারে ১৩৬ টাকা ও মোটরসাইকেল থেকে ২৭ টাকা টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে। তবে এ টোলহার কেবল পদ্মা সেতুর চালুর পূর্ববর্তী সময়ের জন্য। সেতু চালু হলে টোলহার পুনর্বিন্যাসের কথা জানিয়েছে সওজ অধিদপ্তর। বর্তমানে এ মহাসড়কের দ্বিতীয় বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়ল খাঁ সেতু থেকে টোল আদায় করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, এ তিন সেতুর টোল যুক্ত করেই পুরো এক্সপ্রেসওয়ের টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জন্য ‘সহনীয়’ মাত্রায় টোল আরোপের কথা জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। প্রস্তাবিত এ টোলহার ১ জুলাই থেকে আরোপের জন্য চূড়ান্ত করে ফেলা হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন পেলেই আদায় কার্যক্রম শুরু করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য চারটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। ঢাকা-মাওয়ার মধ্যে আব্দুল্লাপুর ও শ্রীনগরে গাড়ি প্রবেশ ও বের হতে পারবে। একইভাবে পাচ্চর-ভাঙ্গার মধ্যে মালিগ্রাম ও পুলিয়াবাজারে গাড়ি প্রবেশ ও বের হতে পারবে। অন্যদিকে কোনো যানবাহন যদি টোল দিয়ে সড়ক ব্যবহার করতে না চায়, তাহলে তাদের জন্য বিকল্প সড়কের ব্যবস্থাও রাখা হয়েছে।

সওজ অধিদপ্তর সূত্র জানায়, এক্সপ্রেসওয়েতে টোল আদায় করা হবে অপারেটরের মাধ্যমে। এজন্য অপারেটর নিয়োগ দেয়ার দরপত্র আহ্বান করে আগ্রহী অপারেটরদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই-বাছাই শেষে দ্রæত অপারেটর নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে সওজ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের জন্য অপারেটর নিয়োগ দেয়ার কার্যক্রম চলমান আছে। টোল আদায়ের জন্য আনুষঙ্গিক অবকাঠামোও প্রস্তুত করে ফেলা হয়েছে। তবে টোল আদায় শুরুর জন্য কম্পিউটার সফটওয়্যারসহ আরো কিছু অবকাঠামো দরকার, যে কাজগুলো অপারেটর নিজেরা করবে।

টোলহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা যে টোলহারটি প্রায় চূড়ান্ত করে এনেছি, সেটি সীমিত সময়ের জন্য। এখনো যেহেতু পদ্মা সেতু চালু হয়নি, সেহেতু মহাসড়কটিকে এখনই এক্সপ্রেসওয়ে মানের বলা ঠিক হবে না। তাই সরকারের টোল নীতিমালা অনুযায়ী এখনই টোল আদায় করা হবে না। আমরা আশা করছি, ২০২২ সালের জুলাইয়ের মধ্যে পদ্মা সেতু চালু হয়ে যাবে। তখন নতুন করে টোলহার নির্ধারণ করা হবে।

পদ্মা সেতু চালুর পর টোলহার বেড়ে যেতে পারে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই টোলহার বাড়বে। সরকারের টোল নীতিমালা অনুযায়ী, মহাসড়কটিতে ভিত্তি টোল হওয়ার কথা ২০ টাকা ১৮ পয়সা। সেখানে আমরা শুরুতে আদায় করব ১০ টাকার কম। পর্যায়ক্রমে এ হার বাড়ানোর কথা জানিয়েছেন তিনি বলেন, যাতে টোল আরোপের কোনো বিরূপ প্রভাব সাধারণ যাত্রীদের মধ্যে না পড়ে।

এর আগে এক্সপ্রেসওয়েটি থেকে কিলোমিটারপ্রতি ভিত্তি টোল ২০ টাকা ১৮ পয়সা হিসেবে আদায়ের প্রস্তাব দিয়েছিল সওজ অধিদপ্তর। সেই প্রস্তাবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত (পদ্মা সেতুর টোল বাদে) একটি ট্রেইলারে টোলের হার ছিল ২ হাজার ২৭৫ টাকা। একইভাবে ট্রাকে ২ হাজার ২২০ টাকা, মাঝারি ট্রাকে ১ হাজার ১১০, বড় বাসে ৯৯৯, ছোট ট্রাকে ৮৩৩, মিনিবাসে ৫৫৫, মাইক্রোবাসে ৪৪৪, পিকআপ/জিপে ৪৪৪, সেডান কারে ২৭৮ ও মোটরসাইকেলে ৫৬ টাকা।

উল্লেখ্য, এটি হতে যাচ্ছে বাংলাদেশের চতুর্থ টোল সড়ক। বর্তমানে ৫০ কিলোমিটার দীর্ঘ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক, ১৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম বন্দরের সংযোগ সড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়কের ৭৪ কিলোমিটার অংশের জন্য টোল আদায় করা হয়।



 

Show all comments
  • মমতাজ আহমেদ ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২১ এএম says : 1
    একটা ভালো উদ্যোগ।তবে টাকাটা যেনো সরকারের পকেটেই যায়
    Total Reply(0) Reply
  • MD Mashiur Rahman ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২২ এএম says : 1
    বিনা পয়সায় সেবার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Mohammad Mosharaf ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৫ এএম says : 0
    তার আগে মহাসড়ক থেকে চাঁদাবাজী বন্ধ করতে হবে। না হলে ভাড়া বেড়ে যাবে কয়েকগুন।
    Total Reply(0) Reply
  • Bokul Ahmed ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৫ এএম says : 0
    টোল আদায় হবে, আর ......................
    Total Reply(1) Reply
    • Harunur Rashid ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৩ এএম says : 0
      Will be sent to Swiss bank!
  • Robiul Alam Bhuiyan ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৬ এএম says : 1
    I support it 100%..but please control corruption seriously because it's our Main problem against ডেভেলপমেন্ট... Maximum corruption are doings government survent...
    Total Reply(0) Reply
  • রিয়াদ হাসান জুয়েল ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৫ এএম says : 0
    কোনো চাঁদাবাজি চক্র যেন গড়ে না উঠে,,,,, তাহলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে
    Total Reply(0) Reply
  • Jack+Ali ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ এএম says : 1
    We must not pay single paisa to use the road.
    Total Reply(0) Reply
  • Md mubarak Hossain ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৯ পিএম says : 0
    এ্যামবুলেন্স ফ্রি করতে পারলেন খুব ভালো হয়।
    Total Reply(0) Reply
  • আবদুল লতিফ ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১৭ এএম says : 0
    টোল আদায় করতে অপারেটর নিয়োগ না দিয়ে অটোমেটিক স্কেনার বসানো হোক। এতে সুবিধা হবে কোন গাড়িকে থামাতে হবেনা, অপারেটর এর কারণে গাড়ির ঝট হবেনা, দুর্নীতি হবেনা। দুবাইতে টোল আদায়ের এ পদ্ধতি চালু আছে। প্রয়োজনে তাদের থেকে পরামর্শ নেওয়া যেতে পারে।
    Total Reply(0) Reply
  • AB Fahad ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৬ এএম says : 0
    টোল আদায় করতে অপারেট নিয়োগ না দিয়ে অটোমেটিক স্কিনার বসানো হোক।
    Total Reply(0) Reply
  • AB Fahad ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৬ এএম says : 0
    টোল আদায় করতে অপারেট নিয়োগ না দিয়ে অটোমেটিক স্কিনার বসানো হোক।
    Total Reply(0) Reply
  • শাহিদুজ্জামান ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০১ পিএম says : 0
    টোল এর পরিমাণ খুব বেশি। এ হার সহনীয় না করলে গাড়ি এক্সপ্রেস ওয়ে ব্যবহার করবে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply
  • মেহেদী হাসান কবি ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২৩ এএম says : 1
    খুব ভালো হবে,আশা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক্সপ্রেসওয়ে

৮ জানুয়ারি, ২০২৩
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ