Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতি কিমি.তে টোল ১০ টাকা

ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে অন্তর্বর্তীকালীন প্রতি কিলোমিটার ১০ টাকা হারে টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত রোববার মন্ত্রণালয়ের টোল ও এক্সেল শাখার উপ-সচিব ফাহমিদা হক খান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ১ জুলাই থেকে এ টোল হার কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০ টাকা প্রতি কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরে টোল নীতিমালা ২০১৪ অনযায়ী যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ
করা হবে।



 

Show all comments
  • jack ali ২৮ জুন, ২০২২, ১১:৪১ এএম says : 0
    পদ্মা সেতুতে যেভাবে টোল আদায় করা হচ্ছে সেটা হচ্ছে জুলুম একটা ট্রাকে 6000 টাকা লোড দিতে হয় তাহলে সব পণ্যের দাম বেড়ে যাবে মাংসের পরে তোমরা আর কত জুলুম করবা আমাদের দেশ যদি আল্লাহর আইন দিয়ে চলত তাহলে আমরা নিজেরাই সবকিছু বানাতাম বিদেশের পরনির্ভরশীল হতাম না মুসলিমরা কখনো কাফেরদের উপর নির্ভরশীল হয় না অতীতে মুসলিমরা ছিল পরাশক্তি এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল জ্ঞান ও বিজ্ঞান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ