গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কমলাপুরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মতিঝিলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
কমিউনিটি সেন্টারসংলগ্ন সৌদিয়া পরিবহনের বাসের গ্যারেজের পাশে বস্তির টিনের ঘরগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দীর্ঘদিন নিম্নআয়ের মানুষ বাস করছিলেন। এ সময় বস্তিবাসী তাদের শেষ সম্বলটুকু দ্রুত সরিয়ে নিয়ে নিরাপদে রাখার চেষ্টা করেন। কমলাপুর শেরে বাংলা স্কুলের পেছনে জেলা প্রশাসনের প্রায় ২১ শতক জায়গা দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। রাহেলা আক্তার নামে বস্তির বাসিন্দা বলেন, ৩০ বছর ধরে এখানে থাকছি। আমাদের না জানিয়ে এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখন আমরা কোথায় যাব? আমাদের আগে থেকে জানানো হলে মালামালগুলো নিয়ে সরে যেতে পারতাম। কিন্তু হঠাৎ অভিযান শুরু করায় কোনো ধরনের মালামাল নিতে পারছি না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেই জেলা প্রশাসনের অধীনে থাকা এ সম্পত্তি উদ্ধার করা হচ্ছে। এজন্য আমরা আগে থেকে এখানে বাসকারীদের জানিয়েছি। সাংবাদিকদের প্রশ্নে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সৌদিয়া কাউন্টার যে জায়গায় আছে সেটি আপাতত উচ্ছেদের কোনো আইনি ব্যবস্থা আমাদের কাছে নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।