Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে ফেব্রুয়ারি বিশ্বের বিস্ময় : নতুনধারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৬ পিএম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একুশে ফেব্রুয়ারি বিশ্বের বিস্ময়, আর এই বিস্ময়কে কাজে লাগিয়ে শহীদ মিনার কেন্দ্রিক জাদুঘর নির্মাণ করতে হবে। যাতে করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা আলোকিত হতে পারে।

২১ ফেব্রুয়ারি রাত ২ টায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য রাকিব হাসান শাওন, রিয়াজ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মোমিন মেহেদী আরও বলেন, বায়ান্নকে প্রেরণা হিসেবে বুকে লালন করে নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজপথে থাকতে হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুনধারা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ