Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণ দেখানো হলো টেলিভিশনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪৯ পিএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। যার কারণ হলো জনগণকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করা । আগামী সপ্তাহের মধ্যে অন্তত ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে বলা আশা করা হচ্ছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। -বিবিসি
রবিবার মরিসনের পাশাপাশি কয়েকজন স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়া হয়। অস্ট্রেলিয়ার পধান নার্স প্রফেসর অ্যালিসন ম্যাকমিলান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রফেসর পল কেলিও ভ্যাকসিন নিয়েছেন। তারা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন। প্রাথমিকভাবে এ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আগামী মাসে অক্সফোর্ডের ভ্যাকসিনও দেবে দেশটি। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) এ কার্যক্রম শুরুর বিরুদ্ধে ভ্যাকসিনবিরোধী কয়েকজন বিক্ষোভকারী প্রতিবাদ জানিয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ