Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে কাহিল ভারত : চার রাজ্য বিপন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫২ এএম

করোনাভাইরাসের কারণে ভারতের অবস্থা আবারও কাহিল হয়ে পড়েছে। এশিয়ার অন্যদেশগুলোতে যখন এই ভাইরাসের সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে তখন ভারতে শুরু হয়েছে এর দ্বিতীয় ঢেউ। অনেকে মনে বিভিন্ন নির্বাচনী জমজমাট প্রচারণার কারণে হঠাৎ করে আবার করোনার বিস্তার ঘটছে।

এদিকে কোভিড দেশ থেকে বিদায় নিচ্ছে এমন একটি ধারণা যখন ভারতীয়দের মধ্যে প্রোথিত হচ্ছে, ঠিক সেই সময়ে কোভিডের নতুন ঢেউ ভারতে আছড়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যে চারটি রাজ্য বিপন্ন কোভিডের দ্বিতীয় আঘাতে।

ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে আতঙ্ক ছড়িয়েছে। জীবাণুর নতুন চেহারা চিন্তার ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের কপালে। যে চারটি রাজ্যে কোভিড ফের থাবা গেড়ে বসেছে সেই চারটি রাজ্য হল পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশ। এর মধ্যে মুম্বাই এবং বিদর্ভের কিছু অংশে নতুন করে আংশিক লকডাউন চালু হয়েছে। অন্য রাজ্যগুলিও নিরাপদ তা ভেবে নেয়ার কোনো কারণ নেই। পরপর পাঁচদিন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে।

১৬ ফেব্রুয়ারি ৯ হাজার ১২১, ১৭ ফেব্রুয়ারি ১১ হাজার ৬১০, ১৮ ফেব্রুয়ারি ১২ হাজার ১৮৭, ১৯ ফেব্রুয়ারি ১৩ হাজার ১৯৩ এবং ২০ ফেব্রুয়ারি ১৩ হাজার ৯৯৩ জন কোভিড আক্রান্ত হন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ৯৭ হাজার ৮৯৪ জন একদিনে কোভিডে আক্রান্ত হয়েছিল ভারতে। এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সেদিনের থেকে আক্রান্ত আজ অনেক কম হলেও যে ভাবে তলানিতে পৌঁছেও ফের আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। নতুন করে গাইডলাইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে। ভাইরোলজিস্টরা বলছেন মুম্বাই ও বিদর্ভে যে জীবাণুর ভ্যারিয়েন্ট মিলেছে তা আগের জীবাণু থেকেও দ্রুত সম্প্রসারণশীল। এটাই এখন ভাবাচ্ছে ভারতকে।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৯ পিএম says : 0
    জরুরি আকাশ পথ সড়ক পথ বন্ধ করা উচিত।
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ মামুন ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৩ পিএম says : 0
    জরুরী ভিত্তিতে ভারতের উচিত বাংলাদেশ সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করা।
    Total Reply(0) Reply
  • MD Hafizul Islam ২১ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৬ পিএম says : 0
    ভারত থেকে যেন বাংলাদেশে না ছড়ায় সেদিকে এখনই খেয়াল রাখতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ