Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সারাদিন দেখা মেলেনি সূর্যের

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ পিএম

শীত বিদায় নিয়েছে। বইছে ফালগুনের মিষ্টি হাওয়া। ক্ষণে ক্ষণে প্রকৃতি রূপ বদলাচ্ছে আপন নিয়মে। আকাশজুড়ে কখনো উজ্জ্বল ‹রৌদ্রচ্ছটা› কখনো বা পুঞ্জিভূত ‹মেঘমালা›। খুলনার আকাশে গতকাল শনিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। পুরো আকাশজুড়ে ছিল মেঘের ঘনঘটা। প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত। তবু শীতের হাওয়া আমের মুকুল গুলোতে কাঁপন ধরাচ্ছে, যেন যেতে যেতে আবারও ফিরে এসেছে শীত।

হঠাৎ শীত অনুভ‚ত হওয়ায় ঘরের বাইরে বের হওয়া কর্মজীবী মানুষেরা শীতের কাপড় পরতে বাধ্য হন। দরকার ছাড়া নগরের মানুষ ঘরের বাইরে বের হননি। সরকারি ছুটি থাকায় রাস্তাঘাটও ছিল কিছুটা ফাঁকা। খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আমিরুল আজাদ জানিয়েছেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনায়। শনিবার বিকাল ৪টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা রয়েছে ৫৫ শতাংশ। বাতাসের গড় গতিবেগ রয়েছে ঘণ্টায় ১২ কিলোমিটার। ধারণা করা হচ্ছে দু একদিন তাপমাত্রা সামান্য কমবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সূর্য

১১ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ