Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণ ফোনের বিরুদ্ধে প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রতারকচক্রের কাছে তথ্য পাচার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ এএম

প্রতারকচক্রের কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাচারের মামলায় গ্রামীণ ফোন কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে প্রতিবেদন দাখিলের তারিখ ছিলো। কিন্তু পুলিশের পক্ষ থেকে সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করেন। প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য্য করেন ২৫ মার্চ। গত ১৫ ডিসেম্বর ঢাকার হাতিরঝিল থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
এজাহারে উল্লেখ করা হয়, প্রতারক চক্রটির কাছে গ্রামীণফোনের কতিপয় অসৎ কর্মচারী গ্রাহকদের সিম নিবন্ধন তথ্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য দীর্ঘদিন ধরে পাচার করে আসছিল। পরে ওই চক্রটি গোপন তথ্য ফাঁস করার ভয় দেখাত সমাজের তরুণ ধনাঢ্যদের। চক্রটি তাদের বলত আপনার গোপন তথ্য আমাদের কাছে আছে। আমাদের টাকা না দিলে এ তথ্য ফাঁস করে দেব। পরে সামাজিক হয়রানি ও মর্যাদাহানীর ভয়ে অনেকে তাদের অর্থ দিতে বাধ্য হতেন। এভাবে তথ্য দিয়ে বø্যাকমেইলিং করে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। মূলত বিটিআরসির নীতিমালা ভেঙে গ্রাহকদের তথ্য অপরাধীচক্রের কাছে পাচার করায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এটির তদন্ত করছে হাতিরঝিল থানা পুলিশ নিজেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ