মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও যেন চীনের সঙ্গে তাদের সম্পর্কের পুরোনো পথেই হাঁটছেন। নানা বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সর্বদা উত্তেজনা বিরাজমান। ঠিক এমন একটি সময়ে দক্ষিণ চীন সাগরে আবারও নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। খবর রয়টার্স ও টিভি নাইনের খবরে বলা হয়, বাইডেন ক্ষমতায় আসার পরই পানি সীমানায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। বুধবারসহ এই নিয়ে দ্বিতীয়বার চীনের দাবি করা দ্বীপের কাছেই ঢুকে পড়ল মার্কিন নৌ-সেনা বহরের যুদ্ধজাহাজ। মার্কিন রণতরী ‘ইউএসএস রাসেল’ দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করে। আর যে অঞ্চলে মার্কিন রণতরীটি ঢুকেছে তা নিজেদের বলে দাবি করে আসছে চীন। ফলে চীন সাগরে আমেরিকার যুদ্ধজাহাজের হানায় চরম উত্তেজনা বিরাজ করছে। এজন্য যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে আরও তিক্ততা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে গেলো ২৩ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে ঢুকেছিল আমেরিকার রণতরী। রয়টার্স, টিভি নাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।