Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণ চীন সাগরে প্যারাসেল নামক একটি দ্বীপের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ পৌঁছায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে বিবাদপূর্ণ দক্ষিণ চীন সাগরে এটিই এ ধরনের প্রথম মিশন। ওই অঞ্চলে নৌ পরিচালনার স্বাধীনতা দাবি করে জাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। প্যারাসেল দ্বীপটি নিজেদের দাবি করছে চীন, যদিও ভিয়েতনাম এবং তাইওয়ানও দ্বীপটির মালিকানা দাবি করে আসছে। চীন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে নৌ ও বিমান ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে তারা। নৌবাহিনীর সেভেনথ ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ইউএসএস জন এস ম্যাককেইন জাহাজটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে প্যারাসেল দ্বীপপুঞ্জে নৌ পরিচালনার স্বাধীনতা ও অধিকারেরই দাবি জানাচ্ছে। যদিও অনুমতি না নিয়েই সেখানে মার্কিন জাহাজটি প্রবেশ করেছে বলে অভিযোগ চীনের। চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ড প্যারাসেল অঞ্চলের পানিসীমাকে নিজেদের দাবি করে বলেছে, এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা গুরুতরভাবেক্ষুণ্ণ হয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরে নাখোশ। চীন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সাগরে তাদের প্রভাব বিস্তারে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাগরের মাঝে বিভিন্ন ডুবো চরে বেশ কিছু কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক স্থাপনা তৈরি করেছে। ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-যুদ্ধজাহাজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ