Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১১ দিনে দেড় লাখ টিকা দান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২৬ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা দেড় লাখ পার হয়েছে। বৃহস্পতিবার ১১তম দিনে চট্টগ্রাম মহানগর ও ১৪টি উপজেলায় টিকা গ্রহণ করেছেন ২১ হাজার ৫২৮ জন।

এ পর্যন্ত চট্টগ্রামে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়ালো এক লাখ ৫১ হাজার ৬৪২ জনে। এ পর্যন্ত নিবন্ধন করেছেন মোট দুই লাখ ৪০ হাজার ৬৫১ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, এ পর্যন্ত চট্টগ্রামের উপজেলাগুলোতে ৭৫ হাজার ১৩৫ এবং মহানগরীতে ৭৫ হাজার ৫০৭জন টিকা নিয়েছেন।

প্রথমধাপে চট্টগ্রাম জেলার জন্য চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে উপজেলাগুলোর জন্য পাঠানো হয় তিন লাখের মতো।
এ মাসের শেষ সপ্তাহ নাগাদ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান এসে পৌঁছাবে। আমরা টিকা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিনই টীকা গ্রহীতার সংখ্যা বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ